200+ মেয়েদের চোখ নিয়ে প্রশংসা - মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস
অনেকে চান আপন জনের চোখ নিয়ে প্রশংসা করতে তাই প্রতিনিয়ত মেয়েদের চোখ নিয়ে প্রশংসা সম্পর্কে খোঁজ করেন। মেয়েদের চোখ আল্লাহর অসাধারণ সৃষ্টি। বিশেষ করে পছন্দের মানুষের নিয়ে প্রশংসা করলে সে পছন্দের মানুষটি অত্যন্ত খুশি হয়। মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করে পছন্দের মানুষটিকে সহজে আনন্দিত করা যায়।
মেয়েদের চোখ অত্যন্ত সুন্দর বিশেষ করে তার প্রিয়জনের কাছে। এই চোখের সৌন্দর্য গভীরতা, মায়া যেন মনের কথা গুলোকে প্রকাশ করে। চোখের ভাব মূর্তি, চোখের দৃষ্টিভঙ্গি প্রিয়জনকে সহজে মনের ভাব বুঝতে সাহায্য করে। মেয়েদের এই সুন্দর চোখ নিয়ে অনেকেই প্রশংসা করতে চান তাই প্রতিনিয়ত মেয়েদের চোখ নিয়ে প্রশংসা, মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে খোঁজ করেন। আজকের আর্টিকেলটিতে মেয়েদের চোখ নিয়ে ছন্দ, কবিতা, স্ট্যাটাস, প্রশংসা, সম্পর্কে আলোচনা করেছি। বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ মেয়েদের চোখ নিয়ে প্রশংসা - মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস
.
মেয়েদের চোখ নিয়ে প্রশংসা
কে না চায় তার প্রিয়জনের চোখ নিয়ে প্রশংসা করতে। প্রিয়জনের চোখ নিয়ে প্রশংসা করতে চাই বলে নিয়মিত মেয়েদের চোখ নিয়ে প্রশংসা বার্তা খোঁজ করেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা প্রিয়জনের উদ্দেশ্যে মেয়েদের চোখ নিয়ে প্রশংসা বার্তা শেয়ার করে মুহূর্তের মধ্যেই প্রিয় জনকে খুশি করা যায়। মেয়েদের চোখে থাকে এক অদ্ভুত আকর্ষণ।
তাদের চোখের দৃষ্টির দিকে তাকালেই সহজেই চোখের মাধ্যমে প্রকাশিত ভাষা বোঝা যায়। মেয়েদের চোখে আনন্দ, দুঃখ, ভালোবাসা, আবেগ, অভিমান প্রকাশ পায়। যখন আনন্দিত মনের ভাবকে চোখের মাধ্যমে প্রকাশ করে তখন প্রিয়জনেরা এই চোখের প্রশংসা না করে থাকতে পারেনা। তাই মেয়েদের চোখ নিয়ে প্রশংসা করার জন্য অনেকেই মেয়েদের চোখ নিয়ে প্রশংসা বার্তা খোঁজ করেন। তাদের উদ্দেশ্যের নিচে বেশ কিছু মেয়েদের চোখ নিয়ে প্রশংসা বার্তা দেওয়া হলঃ
- তোমার ওই হরিণী চোখের মায়ায় যেন পৃথিবী থমকে যায়।
- তোমার ওই দুটো চোখ যেন আকাশের ভাসমান দুটি তারা।
- আমার ইচ্ছে হয় তোমার ওই দুটি চোখের চাহনিতে হারিয়ে যেতে।
- তোমার দুটি চোখে অজানা রহস্য লুকিয়ে আছে।
- তোমার চোখের দিকে তাকালে পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যায়।
- কাজলা পড়া তোমার ওই চোখ যেন গভীর সমুদ্র।
- মুখে নয় তোমার চোখের কথাই সবকিছু বুঝে নিয়েছি।
- তোমার চোখের ভাষা এই হৃদয় ছুঁয়ে যায়।
- তোমার চোখের ওই দৃষ্টি যেন সূর্যের রোদ্দুর।
- তোমার চোখে থাকা অভিমান সৌন্দর্য অমূল্য।
- তোমার ওই চোখ আমাকে নতুন করে ভাবতে শেখায়।
- তোমার ওই চোখের মায়ায় পড়তে ইচ্ছে করে।
- ডাগর ডাগর চোখ যেন ফোঁটা গোলাপ ফুল।
- তোমার চোখের আলো আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।
- তোমার চোখের মাধ্যমে প্রকাশ পায় তোমার মনের সরলতা।
- তোমার চোখ ভালোবাসার এক অসীম সমুদ্র।
- তোমার চোখে লুকিয়ে থাকা ভালোবাসা বারবার আমাকে ভাবতে শেখায়।
- তোমার চোখের চাহনি যেন প্রকৃতির চেয়েও সুন্দর।
- ওই দুটি কাজল কালো চোখ মনে শান্তি যোগায়।
প্রিয় পাঠক উপরে বেশ কিছু মেয়েদের চোখ নিয়ে প্রশংসা বার্তা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি এই প্রশংসা বার্তা গুলো আপনাদের ভাল লাগবে। মেয়েদের চোখ নিয়ে প্রশংসা বার্তা গুলো আপনাদের পছন্দ হলে এবার্তাগুলো আপনার প্রিয়জনদের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন।
মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস
অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ারের উদ্দেশ্যে প্রিয়জনকে খুশি করতে মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস সম্পর্কে খোঁজ করেন। মেয়েদের মায়াবী চোখের চাহনি অত্যন্ত সুন্দর। প্রিয়জনের মায়াবী চোখের দিকে তাকালে হারিয়ে যেতে ইচ্ছে করে। আর এমন মায়াবী চোখ দেখে তার সৌন্দর্য নিয়ে তুলনা না করে থাকাই যায় না।
মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা টেক্সট এর মাধ্যমে প্রিয়জনকে শেয়ার করে সহজেই দুজনকে খুশি করা যায়। নিচে মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস দেওয়া হলোঃ
- তোমার মায়াবী চোখে লুকিয়ে আছে আমার জন্য জমানো ভালোবাসা।
- তোমার চোখের চাওনি বলে দেয় তুমি কতটা সরল।
- তোমার মায়াবী চোখ যেন স্বর্গের জানালা।
- তোমার চোখের মায়ায় হৃদয়ের সব কষ্ট ভুলে যাই।
- তোমার চোখ যেন মনের কথা বলে, ওই চোখ মনের বার্তা প্রকাশ করে।
- তোমার চোখ আমাকে বারবার কাছে টানে।
- চোখের গভীরে আমাকে ভাসিয়ে নিয়ে যাও তোমার মনের সমুদ্রে।
- তোমার ওই দুই চোখে কাজলের ছোঁয়া আরো সুন্দর্য কে বৃদ্ধি করে।
- তোমার চোখের মায়া আমাকে নতুন করে স্বপ্ন দেখায়।
- রাতে ঘুমিয়েও তোমার চোখ নিয়ে স্বপ্ন দেখি।
- বারবার মনে হয় তোমার সেই সুন্দর দৃষ্টির কথা।
- কি অপরূপ তোমার সেই সুন্দর চাহনি।
- তোমার ওই সুন্দর চোখ যেন তোমার মনের কথা বলে।
- তোমার ওই মায়াবী চোখ হৃদয়ে ভালোবাসার ঝড় তোলে।
- তোমার চোখের ভাষা হৃদয় ছুঁয়ে যাওয়ার মত শক্তিশালী।
- তোমার চোখের মায়া আমায় পৃথিবীটা আরো সুন্দর করে দেখতে শিখিয়েছে।
প্রিয় পাঠক উপরে বেশ কিছু মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হবে। এই স্ট্যাটাস গুলো আপনার পছন্দ হলে আপনার প্রিয়জনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় অথবা টেক্সট এর মাধ্যমে আপনার প্রিয়জনকে পাঠিয়ে খুশি করতে পারেন সহজেই। আশা করি মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস গুলো আপনার ভালো লেগেছে।
মায়াবী চোখ নিয়ে ছন্দ
অনেকে নিয়মিত মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস ও মায়াবী চোখ নিয়ে ছন্দ খোঁজ করেন। মায়াবী চোখ নিয়ে ছন্দ আপন জনের কাছে বার্তার মাধ্যমে পাঠিয়ে সহজে আপনজনকে খুশি করা যায়। তাছাড়া নির্দিষ্ট করে আপন জনের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় মায়াবী চোখ নিয়ে ছন্দ শেয়ার করে প্রিয়জনকে মুহূর্তের মধ্যে খুশি করা যায়।
আপনি আপনার প্রিয় জনকে খুশি করতে চাইলে, তাকে আনন্দিত করতে চাইলে, প্রিয়জনকে হাসাতে চাইলে তার চোখের প্রশংসা করতে চাইলে মায়াবী চোখ নিয়ে ছন্দ বলতে পারেন। নিচে মায়াবী চোখ নিয়ে ছন্দ দেওয়া হলঃ
মায়াবী চোখের দৃষ্টিতে যেন মায়া
ভুলতে পারিনা সেই চোখের ছায়া
মন ভোলানো সেই চাহনি
হৃদয় করেছে দখল
ভুলতে পারিনা কো
মায়াবী চোখের সকল
তোমার ওই মায়াবী চোখের মায়া
আমায় করেছে পাগল
দূরত্ব বাড়লেও মনে হয়
শুধু আমি তোমার মায়াবী চোখের পাগল
প্রিয় পাঠক উপরে মায়াবী চোখ নিয়ে একটি ছন্দ আপনাদের সামনে শেয়ার করেছি। আশা করি ছন্দটি আপনাদের ভালো লাগবে। ছন্দটি আপনার প্রিয়জনের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন।
মায়াবী চোখ নিয়ে কবিতা
অনেকেই প্রিয়জনদের উদ্দেশ্যে মায়াবী চোখ নিয়ে কবিতা শেয়ার করবেন বলে খোঁজ করেন। এছাড়া প্রিয় জনকে খুশি করার উদ্দেশ্যে মায়াবী চোখ নিয়ে কবিতা পাঠ করে শোনাতে চান। তাছাড়া কারোর মায়াবী চোখের মায়ায় পড়ে সে মায়াবী চোখের প্রশংসা না করে থাকা যায় না। তাই মায়াবী চোখের প্রশংসায় মায়াবী চোখ নিয়ে অনেকেই কবি হয়ে ওঠেন। নিচে মায়াবী চোখ নিয়ে কবিতা দেওয়া হলোঃ
।। মায়াবী চোখের চাহনি।।
তোমার মায়াবী চোখের প্রেমে
পাগল আমি হয়েছি দিশেহারা
রাত্রে ঘুমিয়েও তোমার দৃষ্টি
স্বপ্নে দেখে পাগল পারা
তোমার সেই অপরূপ দৃষ্টি
আমায় করেছে পাগল
তোমার সেই চোখের দিকে চেয়ে
আমি হয়ে গেছি ছাগল
বলতে চাইলেও ভুলতে পারিনা
অপরূপ সেই দৃষ্টি
তোমার চোখের প্রেমে পড়ে
হারিয়েছি আমার দৃষ্টি
জেগেও দেখি ঘুমেও দেখি
কাজল কালো সেই চোখ
কিভাবে বলি প্রিয়তমা
সেই চোখ গুলো আমার সারা জীবনের হোক
মেয়েদের চোখ নিয়ে কবিতা
মেয়েদের চোখ নিয়ে অনেকেই কবিতা খোঁজ করেন। মেয়েদের চোখ আসলেই অনেক সুন্দর। মেয়েদের চোখের চাহনি মনের কথাকে প্রকাশ করে। তাদের চোখের চাহনি মাধ্যমে তাদের মনের ভাব বোঝা যায়। অপরূপ সুন্দর সে দৃষ্টি যা কখনো ভোলার নয়। বিশেষ করে প্রিয়জনের অপরূপ সুন্দর দৃষ্টির দিকে তাকালে মনে হয় সেই সুন্দর দৃষ্টিতে হারিয়ে যাই।
চোখের সেই সুন্দর পাপড়ি যেন সরষে ফুলের ঢেউ খেলানোর মতন। ডাগর ডাগর চোখ মেয়েদের সৌন্দর্যকে বৃদ্ধি করে। অনেকেই এই সৌন্দর্যেই পাগল হয়ে প্রিয়জনের চোখ নিয়ে কবিতা আবৃত্তি করতে বসেন। অনেকে আবার প্রিয়জনের চোখের প্রশংসা করবেন বলে মেয়েদের চোখ নিয়ে কবিতা খোঁজ করেন। নিচে মেয়েদের চোখ নিয়ে কবিতা দেওয়া হলোঃ
।। অপরূপ চাহনি।।
তোমার সেই অপরূপ চাহনি
আমার হৃদয় করেছে দখল
চোখের দিকে তাকিয়ে
পাগল হয়ে হৃদয়ে করেছি দখল
এমন সুন্দর চাহনি
আগে কখনো দেখিনি
প্রথম দেখে তাই
অনেক কিছু বলতে চাই
এই অপরূপ সুন্দর দৃষ্টি
কখনো ভোলার নয়
চির স্মরণীয় করে
রেখেছি হৃদয়ে তাই
হরিণী চোখ নিয়ে কবিতা
অনেকে হরিণী চোখ নিয়ে কবিতা সম্পর্কে খোঁজ করেন। অনেক মেয়ের চোখ হরিণী। হরিণী চোখের মেয়েদের দেখতে অনেক সুন্দর লাগে। অনেকেই প্রিয়জনের মায়ায় পড়ে যান এই হরিণী চোখ দেখে। নিচে হরিণী চোখ নিয়ে কবিতা দেওয়া হলঃ
।। হরিণী চোখের মায়া।।
হরিণী চোখের মায়ায় আমি
হারিয়ে যেতে চাই
সুন্দর সেই চাওনের মাঝে
তাকিয়ে থাকতে চাই
অপরূপ সেই সুন্দর চাওনি
যেন আমার জন্যই হয়
মনে মনে ভাবি সেই সুন্দর দৃষ্টি
যেন সারা জীবন দেখতে পায়
অপরূপ সেই চোখের কাজল
হৃদয় ছুঁয়ে গেছে
ভুলতে চেয়েও ভুলতে পারিনা
সকাল দুপুর রাতে
কাজল চোখ নিয়ে কবিতা
অনেকেই কাজল চোখ নিয়ে কবিতা শুনতে চান। আপন জনের কাজল চোখ দেখে তৃপ্তি পাওয়া যায়। আর সেই কাজল চোখের প্রশংসা করতে গিয়েই কাজল চোখ নিয়ে কবিতা প্রকাশ করতে ইচ্ছে হয়। আবার অনেকেই কাজল চোখ নিয়ে কবিতা প্রিয়জনদের উদ্দেশ্যে শেয়ার করতে চান। তাদের উদ্দেশ্যে নিচে কাজল কালো চোখ নিয়ে কবিতা দেওয়া হলোঃ
।। কাজল কালো চোখ।।
কাজল কালো চোখ তোমার
অপরূপ সেই দৃষ্টি
তোমার চোখে হারিয়ে যেতে
আমার হৃদয়ের দৃষ্টি
অপরূপ সেই কাজল কালো
চোখের প্রেমে পড়ে
সকাল বিকাল ঘুম আসে না
থাকি কেমন করে
দিনে রাতে মনে হয় সেই
কাজলা চোখের কথা
দূরে থেকে মন ভরে না
হৃদয় লাগে ব্যথা
চোখটি কবে আপন হবে
চিন্তা করে যাই
ভাগ্যে থাকলে কাজল কালো
চোখ পড়তে পারে আমার মায়ায়
প্রিয় পাঠক উপরে কাজল কালো চোখ নিয়ে মনের গভীর থেকে কিছু কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছি। আশা করি কবিতাটি আপনাদের পছন্দ হবে। কবিতাটি আপনার প্রিয়জনদের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেলটিতে মেয়েদের চোখ নিয়ে প্রশংসা বার্তা ও মায়াবী চোখ নিয়ে স্ট্যাটাস সম্পর্কে পুরো আর্টিকেলটিতে বিস্তারিত লিখেছি। আশা করি বিষয়গুলো পড়ে উপকৃত হবেন। স্ট্যাটাসে সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।